কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৯, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঈদ আনন্দে সকলের অংশগ্রহনের লক্ষ্যে সকল সদস্যের মাঝে বিতরণ করা হলো ঈদ উপহার। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রেসক্লাব নেতৃবৃন্দের এই আয়োজন জেলার সাংবাদিকদের মাঝে দারুন প্রেরনা জুগিয়েছে। গতকাল সোমবার (৮ এপ্রিল) বাদ মাগরিব প্রেসক্লাবে এম এ রাজ্জাক মিলনায়তনে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, নির্বাহী সদস্য এম এ জিহাদসহ নির্বাহী পরিষদের সকল সদস্যসহ সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন।  পরে প্রেসক্লাব সভাপতি আল মামুন সাগর ক্লাবের সকল সদস্যের হাতে ঈদ সামগ্রীর  প্যাকেট তুলে দেন। এসময় তিনি বলেন, ঈদের আনন্দে পরিবারকে সম্পৃক্ত রাখতেই কুষ্টিয়া সাংবাদিকদের ঐতিহ্যবাহি প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে যা ইতিবাচক। তিনি বলেন, সকলের সহযোগিতায় আমাদের এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।