কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় ও বিএনপির কার্যালয় উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় ও বিএনপির কার্যালয় উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৫

নির্বাচনের আগে আমাদের একটিভনেস বাড়াতে হবে: প্রকৌশলী জাকির সরকার

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর ০৬ নং ওয়ার্ড বিএনপির সাথে নির্বাচনী প্রচারনা সম্পর্কিত এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় ওয়ার্ড বিএনপি কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এছাড়া, রাষ্ট্র কাঠামো মেরামত ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে ০৬ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওয়ার্ড বিএনপির আয়োজনে নতুন কার্যালয় উদ্বোধন, মতবিনিময় ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ০৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক হোসেন নান্নুর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ। উদ্বোধক ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। তাকে ফুলেল শুভেচ্ছা জানান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক হোসেন নান্নু। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, ওয়ার্ডের সহ-সভাপতি খন্দকার রাহমাতুর রব এঞ্জেল।

এসময় জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড বিএনপিসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রতিটি ভোটারদের কাছে গিয়ে ধানের শীষে ভোট নিশ্চিত করতে হবে। আমরা কোন প্রতিহিংস্বা, বা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। দেশ নায়ক তারেক রহমানের একটাই কথা দেশের উন্নয়ন করতে হবে। যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তাই দেশের মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির বার্তা মানুষের কাছে পৌছে দিয়ে তাদের সমর্থন অর্জন করতে হবে। তাদেরকে বোঝাতে হবে উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। সমাজ যে একটা বিভক্ত হয়ে গিয়েছিলো, এই সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে কুষ্টিয়ার উন্নয়নে এক সাথে কাজ করবো। এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, নির্বাচনের আগে আমাদের একটিভনেস বাড়াতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে।