কুষ্টিয়া প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌর ২নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ মার্চ) রমজানের দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকলেছুর রহমান বাবু, পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আমান উল্লাহ নান্টু। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম মওলা, পৌর কাউন্সিলর ধীমান, সাবেক যুবলীগ নেতা পল্লব সহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি আজগর আলী বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নেয়াসহ বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
