কুষ্টিয়া পৌর কর্মচারীদের সাথে সংহতি প্রকাশকরলেন এ্যাড অপু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর কর্মচারীদের সাথে সংহতি প্রকাশকরলেন এ্যাড অপু 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার দৈনিক লেবারদের বেতন বৃদ্ধির ও মাস্টারুল করার দাবিতে আন্দোলন করেছে দৈনিক হাজিরা লেবার। গত রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন কুষ্টিয়া পৌরসভার দৈনিক হাজিরা শ্রমিকরা। এসময় আন্দোলনকারীরা সকল কর্মীদের সর্বনিম্ন মাসিক বেতন ১৫ হাজার, সকল কর্মচারীদের মাস্টারুল করা, সাপ্তাহিক একদিন ছুটি, এডভান্স বাতিল করে বেতন বোনাস নিশ্চিতের দাবি জানান। আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (কুষ্টিয়া পৌরসভার মেয়রের দায়িত্বপ্রাপ্ত) মোছাঃ শারমিন আখতারের সাথে শ্রমিকদের দাবির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এরপর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।