নিজ সংবাদ ॥ ঘুষি মেরে কুষ্টিয়া পৌরসভার এক সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরের ঠোঁট ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৌশিক আহমেদ ওরফে বিচ্ছুর বিরুদ্ধে। ওই নারী কাউন্সিলের নাম মোছাম্মত পারভীন। সে কুষ্টিয়া পৌরসভার ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর।
এ ঘটনায় তাঁরা দুজনই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে মেয়র কার্যালয়ের কাউন্সিলর কক্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌরসভা প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়লে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড কাউন্সিলররাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কুষ্টিয়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পারভিন হোসেন বলেন, অকারণে কৌশিক কাউন্সিলর আমাকে মারপিট করেছে।
আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রত্যক্ষদর্শী ও সংরক্ষিত নারী কাউন্সিলর হালিমা খাতুন, আফ্রিদা আফরিন রেখা এবং আনারকলি বলেন, আমাদের সামনে কাউন্সিলর কক্ষে পারভিনকে মারপিট করেছে কৌশিক কাউন্সিলর। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাকে মারপিট করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে কৌশিক কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয়ে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু বলেন, সে আমাকে গালি দিয়েছিলো। এজন্য আমি তাকে মেরেছি। এছাড়াও কৌশিক ঐ নারী কাউন্সিলরের বিরুদ্ধে মদ্য পানের অভিযোগও আনেন। এবিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর মুঠোফোনে একধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, নারী কাউন্সিলর পারভিন হোসেনকে মারধর করার অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৌশিক আহমেদ ওরফে বিচ্ছুর বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-২ আনিসুর রহমান বলেন, মেয়রের হস্তক্ষেপে আমরা সুষ্ঠু সমাধান চাই। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার, কুষ্টিয়ার ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার বলেন, এমন কোনো অভিযোগ এখনো পাইনি।
