নিজ সংবাদ ॥ গতকাল বুধবার (৩১ জুলাই) বিকাল ৪ টায় কুষ্টিয়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের বেকারীপাড়া লেন সহ তিনটি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাহাবুবুর রহমান (পাখি), ১৩,১৪,১৫নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আফরিদা আফরিন রেখা, কুষ্টিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) সাবিনা ইসলাম, শহর পরিকল্পনাবিদ রানভীর আহম্মেদ, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা চৌধুরী, সমাজ উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মঞ্জুরুল হক, উপ-সহকারী প্রকৌশলী মাজেদুল হক, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ স্থানীয় জনসাধারণ।
উপস্থিত জনসাধারণ জানান, রাস্তা তিনটি খুবই খারাপ ছিলো। এই রাস্তা দিয়ে যাতাওয়াত করতে অনেক কষ্ট হতো। দীর্ঘ দিন ধরে আমরা এই এলকার মানুষ অনেক কষ্ট করেছি। রাস্তার কাজ উদ্বোধন হওয়ায় আমরা খুশি। আশা করি যথাসময়ে রাস্তার কাজ শেষ হবে।
