কুষ্টিয়া পৌরসভার ইজারাকৃত বাজার জোরপূর্বক দখল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌরসভার ইজারাকৃত বাজার জোরপূর্বক দখল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার ইজারাকৃত বাজার জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্র মজমপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটি প্রাচীল ঘেষে অবস্থিত বাজারটি দখলে নিয়েছেন আলতাফ মালিথাসহ তার লোকজন। তবে আলতাফ মালিথার দাবি, জমিটি তার নিজের। পৌরসভা জোরপূর্বক আমার জমিতে টেন্ডার দিয়ে বাজার বসিয়েছেন। সুত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভা থেকে টেন্ডারের মাধ্যমে ট্রাফিক পুলিশ অফিসের পশ্চিম দিকে সন্ধ্যাকালীন বাজারটি দুই লক্ষ সত্তর হাজার টাকায় ইজারা নেয় নাজমুল হোসেন।

ইজারা নিয়ে রবিউল নামে একজনকে দিয়ে নিয়মিত খাজনা উত্তোলন করে আসছিলেন। কিন্তু গত ১৫ আগষ্ট রবিউল যথারিতি ইজারা তুলতে গেলে অজ্ঞাতনামা প্রায় ২০ থেকে ২৪ জন ব্যক্তি এসে হুমকি প্রদান করে। পরে ইজারা তুলতে আসলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করে নাজমুল হোসেন। তিনি আরও অভিযোগ করেন, খাজনা আদায়কারী রবিউলকে হুমকি দেওয়ার দুদিন পরে আমি গত ১৮ই আগষ্ট রবিউলকে নিয়ে পুনরায় খাজনা আদায় করতে গেলে পূর্ব মজমপুরের মৃত আবুল হোসেন মালিথার ছেলে আলতাফ মালিথার নির্দেশে অজ্ঞাত ১০-১৫ জন সন্ত্রাসীরা আমার সাথে ও আমার খাজনা আদায়কারী রবিউল ইসলাম এর সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে কিল ঘুসি লাথি মারতে থাকে এবং বাজার হতে বের করে দেয়। আমি ভবিষ্যতে ইজারা আদায় করতে গেলে আমাকে প্রাণ নাসের হুমকি প্রদান করে।

আমি এখন ভিত ও শঙ্কিত অবস্থায় রয়েছি। যে কোন সময় আমার উপর আবারো হামলা হতে পারে। আমি যথাযথ আইন মেনে টেন্ডারের মাধ্যমে ইজারা নিয়েছি। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসক কুষ্টিয়া পৌরসভার প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর সুদৃষ্টি কমনা করছি। এবিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক শারমিন আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে এ ধরণের কোন অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কেউ আসেনি। যদি কেউ অভিযোগ নিয়ে আসেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।