কুষ্টিয়া পুলিশ সুপার ও পুনাক সভাপতির বিদায় সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পুলিশ সুপার ও পুনাক সভাপতির বিদায় সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৮, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে পুনাকের সভাপতিকেও বিদায় জানানো হয়। কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী অতিথি ছিলেন, পুলিশ সুপার পিপিএম সেবা মুহাম্মদ আলমগীর হোসেন ও তার সহধর্মিণী পুনাকের সভাপতি ফারজানা ইয়াছমিন।

বিদায়ী অতিথিদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথি সম্পর্কে জেলা পুলিশের সকল পদ মর্যদার পুলিশ অফিসার/ফোর্স তাদের হৃদয়ের কথা ব্যক্ত করেন। অতঃপর বিদায়ী অতিথি সকল অফিসার ফোর্সের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং অফিসার-ফোর্সের ভবিষ্যত কর্মজীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এ্যান্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ও মহসীন আল মুরাদ সহ ডিআইও ১ (ডিএসবি), আরআই, কুষ্টিয়া অফিসার ইনচার্জ, সকল থানা, পুনাক, কুষ্টিয়ার সদস্যবৃন্দসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।