রঞ্জুউরহমান ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সহ একাধিক সভা অনুষ্ঠিত। গতকাল রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে নয়টা থেকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এহেতেশাম রেজা সভাপতিত্বে, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভা, জেলা আইসিটি কমিটির সভা, জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত জেলা নৈতিকতা কমিটির সভা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত জেলা কমিটির সভা, জেলা মহিলা উন্নয়ন সমন্বয়ন কমিটির সভা, জেলা পণ্য বিপনন মনিটরিং কমিটির সভা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন টাস্কফোর্স কমিটির সভা, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের সাথে আশ্রয়ণ-২ প্রকল্প সম্পর্কে ভিডিও কনফারেন্স, জেলা এনজিও বিষয়ক মাসিক সভা, জেলা ক্ষুদ্রঋণ বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শারমিন আখতার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ ওবায়দুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা দৌলতপুর, পার্থ প্রিতম শীল উপজেলা নির্বাহী কর্মকর্তা কুষ্টিয়া সদর, আকাশ কুমার কুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়ামারা, এস এম মিকাইল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমারখালী, বিবি করিমুন্নেছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরপুর, ইরুফা সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোকসা, শিশির কুমার বিশ্বাস বিএডিসি (বীজ) কুষ্টিয়া উপসহকারী পরিচালক, নূরে সফুরা ফেরদৌস মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়া উপপরিচালক, সুফি মোঃ রফিকজ্জামান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া উপপরিচালক, মোঃ জহুরুল ইসলাম সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডি কুষ্টিয়া, মোঃ মনজুরুল করিম সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী, সুচন্দন মন্ডল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া সহকারী পরিচালক, মোহাম্মদ বাবুল হোসেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কুষ্টিয়া, পারভীন আখতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া উপপরিচালক, মোঃ আব্দুল বারী জেলা মৎস্য কর্মকর্তা কুষ্টিয়া, মোঃ জয়নুল আবেদীন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কুষ্টিয়া, মোঃ রাশিদুর রহমান পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী, আদিত্য পাল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা, রেকর্ডরুম শাখা), মুমতাহিনা পৃথুলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সৈয়দ আফিয়া মাসুমা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ শাখা), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা ও ই-সেবা কেন্দ্র) মোঃ তাফসীরুল হক মুন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
