নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ জুন) বিকাল ৪টায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনীমিল মাঠে দৌলতপুর উপজেলা ও মিরপুর উপজেলা ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। এর আগে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট ২০২৪ এর ৬টি দল নিয়ে গত ২৪ মে বিকাল ৪ টার সময় মোহিনী মিলস মাঠে ফুটবল উদ্বোধন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এ খেলায় অংশগ্রহণ করে পদ্মা গ্র“প মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থা, দৌলতপুর ক্রীড়া সংস্থা এবং কুষ্টিয়া সদর উপজেলার ক্রীড়া সংস্থা। অন্য দিকে গড়াই গ্র“পে অংশগ্রহণ করে খোকসা উপজেলা ক্রীড়া সংস্থা, ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থা, কুমারখালী উপজেলা ক্রীড়া সংস্থা। দুইটি গ্র“প বিভিন্ন সময় খেলায় হাড্ডাহাডি লড়াই চলে। চারটি দলকে হারিয়ে ফাইনালে আসে দৌলতপুর ও মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থা। কুষ্টিয়া জেলা প্রশাসকের জাঁকজমক আয়োজনে তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মাঠে দর্শক ছিলো কানায় কানায় পরিপূর্ণ। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় দৌলতপুর উপজেলা মিরপুর উপজেলাকে দুই গোল দেয়, বিপরীতে মিরপুর উপজেলা দৌলতপুর উপজেলাকে এক গোল দিতে সক্ষম হয়। নির্ধারিত ৯০ মিনিট খেলা শেষে দৌলতপুর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উভয় দলেই নামিদামি খেলোয়ার অংশগ্রহণ করেন। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এ সময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, ফাইনাল খেলার পুরোটা সময়ই ছিল উত্তেজনাপূর্ণ। আর মাঠভর্তি দর্শক আমাদেরকে আরও খেলা আয়োজনের উৎসাহিত করেছে। প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী। ফাইনাল খেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব মোছাঃ শারমিন আখতার। চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি এবং রানার্স-আপ দলকে নগদ ২০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি তুলে দেওয়া হয়। হ্যাটট্রিকসহ চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরুষ্কার অর্জন করেন খোকসা উপজেলার সুমন। এবং ফাইনাল খেলায় সেরা খেলোয়াড়ের পুরুষ্কার অর্জন করেন দৌলতপুর উপজেলার গোলকিপার ফয়সাল।
