কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার সময় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার), অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতিপ্রাপ্ত। প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহনসহ অফিসার ও ফোর্সগণকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতোয়ার রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এবং অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়া এবং ডিআইও(১), ডিএসবি, অফিসার ইনচার্জ ডিবি, আরআই, পুলিশ লাইন্স, টিআই(১), সদর ট্রাফিক, আরও(১), রিজার্ভ অফিস, কুষ্টিয়ার সকল পুলিশ ক্যাম্প/ফাঁড়ী/তদন্তকেন্দ্রের ইনচার্জগণসহ পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সগণ।
