কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৫, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের বাবু মেম্বারের বাড়ীর পাশে ‘‘শিশু কিশোর-কিশোরী ও নারী উনন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ শীর্ষক  প্রকল্পের অধীনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি জনাব মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া তার বক্তব্যে শিশু ও নারীর অধিকার, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, গরীব ও অসহায় মানুষের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, গর্ভবতী মায়ের যত্ন, ইভটিজিং, নারীর ক্ষমতায়ন, শিশুর বিকাশ, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে মোঃ বাবর আলী বাবু, ০৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সদকী ইউনিয়ন পরিষদ, কুমারখালী, কুষ্টিয়া শিশুদের সার্বিক উন্নয়নে মায়েদের ভূমিকা, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডুবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি শ্রী চিত্ত রঞ্জন বিশ^াস, সহকারি শিক্ষক (অব:), দরবেশপুর স্কুল এন্ড কলেজ, কুমারখালী, কুষ্টিয়া তার বক্তব্যে নারী শিক্ষা, নারী ও শিশুর অধিকার এবং বাল্যবিবাহ ও মাদক রোধে সকলের সহযোগিতা কামনা করেন । বিশেষ অতিথি কে.এম সিরাজুল হক,সাবেক কর্মকর্তা পূবালি ব্যাংক,দরবেশপুর,কুমারখালী,কুষ্টিয়া তার বক্তব্যে শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা, শিক্ষা প্রদান এবং মোবাইলের অপব্যবহার রোধে পিতা মাতার করণীয় বিষয়ের উপর গুরুত্বারোপ এবং মাদক রোধে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া দুপুর ১২টায় মালিয়াট গ্রামের নারী সদস্য হাসিনা খাতুনের বাড়ীর উঠানে ‘‘শিশু কিশোর-কিশোরী ও নারী উনন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ শীর্ষক প্রকল্পের অধীনে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া তার বক্তব্যে শিশুর জন্মনিবন্ধন, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিক্ষা ও নারীর অধিকার, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, গরীব ও অসহায় মানুষের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, গর্ভবতী মায়ের যত্ন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মোছা: হাসিনা খাতুন, নারী সদস্য ১, ২ ও ৩নং ওয়ার্ড, সদকী ইউনিয়ন পরিষদ তার বক্তব্যে নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠিত দুইটি উঠান বৈঠকে সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী, শিশু ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৮০ জন উপস্থিত ছিলেন। উল্লিখিত অনুষ্ঠানসমূহ পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ ফারুক হোসেন।