নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল রবিবার (২৬ মে) বিকাল ৪ টার সময় কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের হরিনায়নপুর মধ্যপাড়া এনামুল হক মেম্বারের বাড়ীর পাশে এবং বিকাল সাড়ে ৫টার সময় মাহদেবপুর জাহিদুল ইসলাম ডাবলু মেম্বারের বাড়ীর পাশে শিশ, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচারকার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে কমিমউনিটি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কমিউনিটি সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন মোঃ ইয়াকুব আলী, পরিচালক, (প্রশাসন ও অর্থ), গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা। প্রধান অতিথি তার বক্তব্যে শিশদের অধিকার, শিশু বিকাশ, শিক্ষা, কিশোর সন্ত্রাস, জেন্ডার সমতা, শিশুদের সাঁতারের গুরুত্ব, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া শিশুদের সার্বিক উন্নয়নে মায়েদের ভূমিকা, বয়স্কদের প্রতিকর্তব্য, গর্ভবতী মায়ের যত্ন, শিশুদের টিকা ও পুষ্টিকর খাবার গ্রহণে মায়েদের করণীয়, লিগ্যাল এইড, বর্ষা মৌসুমে বিষাক্ত সাপের উপদ্রপে করণীয় এবং পারিবারিক উন্নয়নে নারীদের নিজ উদ্যোগে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । বিশেষ অতিথি মোছাঃ ফরিদা আক্তার বানু,সংরক্ষিত নারী সদস্য, ৪,৫ ও ৬নং ওয়ার্ড, হরিনারায়নপুর ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদরতার বক্তব্যে নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধে সকলের সহযোগিতা কামনা করেন এবং মোঃ এনামুল হক সদস্য ৪নং ওয়ার্ড, হরিনারায়নপুর ইউনিয়ন পরিষদতার বক্তব্যে শিশুদের শিক্ষা, মানবিক মূলবোধ ও নৈতিক চরিত্র গঠণে মায়েদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। মোঃ জাহিদুল ইসলাম, সদস্য, ৫নং ওয়ার্ড, হরিনারায়নপুর ইউনিয়ন পরিষদতার বক্তব্যে শিশুদের উত্তম চরিত্র গঠণে ও মোবাইলের অপব্যবহার রোধে পরিবারের করণীয় বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠিত কমিউনিটি সভা ও উঠান বৈঠকে সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, নারী, শিশু ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রায় ১৬০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ ফারুক হোসেন।
