নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা তথ্য অফিস আয়োজনে গতকাল সোমবার (২২ এপ্রিল) বিকাল ৪টার সময় কুষ্টিয়া সদর উপজেলার বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার ’’ প্রকল্পের অধীনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পার্থ প্রতিম শীল, উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমূহ, সর্বজনীন পেনশনের সুবিধা ও করণীয়, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারী শিক্ষা সহ উন্নত সমাজ গঠণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া। বিশেষ অতিথি মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান, বটতৈল ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর তার বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সর্বজনীন পেনশন, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ ও তার ইউনিয়নের বিভিন্ন সুযোগ সুবিধাসহ কোন প্রকার অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সেলিনা আক্তার, সংরক্ষিত নারীসদস্য, ১, ২, ও ৩ নং ওয়ার্ড,বটতৈল ইউনিয়ন পরিষদ, জামাল হোসেন, সদস্য ৪নং ওয়ার্ড, সালাউদ্দিন, সদস্য-১নং ওয়ার্ড, মোঃ আমিরুল ইসলাম, সদস্য-২নং ওয়ার্ড, বটতৈল ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া সদর প্রমুখ । অনুষ্ঠানে,সরকারি কর্মকর্তা, শিক্ষক, জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মহিলা সহপ্রায় ৩০০ জন উপস্থিত ছিল। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ফারুক হোসেন, উচ্চমান সহকারি, জেলা তথ্য অফিস, কুষ্টিয়া । এছাড়া সন্ধ্যায় একই ইউনিয়নের বড়িয়া সালাউদ্দিন মেম্বারের বাড়ীর সামনে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী, সরকারের উন্নয়ন ও সামজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং চলচ্চিত্র প্রদর্শনকালে বিষয় ভিত্তিক বক্তব্য প্রদান করেন সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম। নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৩০০জন চলচ্চিত্র প্রদর্শনী উপভোগ করেন।
