নিজ সংবাদ \\ কুষ্টিয়া জেলা তথ্য অফিস আয়োজিত গতকাল সোমবার (০৪ মার্চ) সকাল ১১ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালে উন্নত রাস্ট্র ও জাতী গঠণের লক্ষে ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা এবং মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খোকসা উপজেলা কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কুষ্টিয়ার জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, খোকসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ বাটু, মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের উপদেষ্টা ও বিদ্যোৎসাহী সদস্য মোঃ সামছুজ্জামান, মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের উপদেষ্টা মোঃ আব্দুর রশিদ, মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী মোল্লা, মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, খোকসা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছাঃ নাঈমা সুলতানা প্রমুখ। মুখ্য আলোচক হিসেবে আলোচনা কালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে মুক্তিযুদ্ধকালীন পাকসেনাদের কুষ্টিয়ার বিভিন্ন ক্যাম্পে আক্রমণসহ বিভিন্ন লড়াকু স্মৃতি তুলে ধরে দেশব্যাপী মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতি ও মুক্তিযদ্ধের রণাঙ্গণে তার শরীরে গুলি লেগে আহত হওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ৫২‘র ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনসহ মুক্তিযুদ্ধকালীন সরকার ও মুক্তিযোদ্ধাসহ সকলের অবদান, উপস্থিত ভবিষ্যৎ কর্ণধারদের শিক্ষা ও শ্রেণী শিক্ষার পাশাপাশি সার্বিক বিষয়ে জ্ঞান অর্জনের গুরুত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালে উন্নত রাস্ট্র ও জাতি গঠনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উলেখ্য, আলোচনা সভার পূর্বে, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং আলোচনা সভা পরবর্তীতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মোঃ মিনহাজ উদ্দিন-১ম স্থান, ৭ম শ্রেণির ছাত্র রিজভী হোসেন-২য় স্থান এবং ৭ম শ্রেণির ছাত্রী মোছাঃ সামান্তা ইসলাম সুভা-৩য় স্থান অর্জন করে। কুইজ প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন । অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২৫০জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ ফারুক হোসেন।
