কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২ টায় জেলা জাতীয় পার্টির আয়োজনে হাউজিং কদমতলা মোড়স্থ জাতীয় পার্টির জেলা কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনোয়ার হোসেন’র সঞ্চালানায় ও জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু’র সভাপতিত্বে উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড. মনোয়ার আলী, আমিরুল ইসলাম নিলয়, শহীদুল ইসলাম ফারুকী, খন্দোকার ফারুক, সাফায়েত হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুদ্দীন মাস্টার, সরোয়ার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক এস কে রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম মন্ডল, শেখ শরিফ, অর্থ বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক এখলাছ উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান ভিজা, যুগ্ম প্রচার সম্পাদক শহিদুল হক রিপন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম দপ্তর সম্পাদক আব্দল আজিম আরজু, কৃষি বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক রেজন আলী মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান তপন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সংস্কৃতি ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সুমন বাগচি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ কে এম আলিম।
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক এ আর খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা লিয়াকত আলী, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক বানেজ আলী, মহিলা বিষয়ক সম্পাদক লাভলী ইয়াসমিন স্বপ্না, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক সালে খাতুন, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক ডাঃ ফজলুর রহমান ইছা, সমাজকল্যাণ বিষয়ক সসম্পাদক শহিদুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিবর রহমান, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক হযরত আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দোকার আব্দুল মতিন এবং যুগ্ম আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হেকমত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুজা উদ্দিন এবং হাজ্বী আমির হোসেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় পার্টির নেতা কর্মিরা।
উল্লেখ্য, নাফিজ আহমেদ খান টিটু’কে সভাপতি এবং শাহরিয়ার জামিল জুয়েল’কে সাধারণ সম্পাদক জেলা জাতীয় পার্টির ১২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় জাতীয় পার্টি।
পরিচিতি সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু বলেন, আওয়ামীলীগ এবং বিএনপি দুইটাই কিন্তু এপিঠ ওপিঠি। দ্রব্যমূল্য উর্দ্ধগতি সহ দেশে লুটপাট ও খুন এগুলোতো আছেই। সেই সাথে নির্বাচন পদ্ধতিকে ধ্বংস করেছে। আমরা মনে করি জাতীয় পার্টি বিএনপি ও আওয়ামীলীগ সহ সবার জন্যে আছে। জাতীয় পার্টিকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি আসলে প্রতিশোধ নিবে এবং দেশে একই হানাহানি লুটপাট চলবে। ইতিপূর্বে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন দেশে শান্তি ছিলো। দেশে কোন প্রকার লুটপাট ও হানাহানি ছিলো না। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি বিশ্বাস করি।
