কুষ্টিয়া জেলায় ১৭০টি ইটভাটার মধ্যে ১৫৫টি ইটভাটা অবৈধ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলায় ১৭০টি ইটভাটার মধ্যে ১৫৫টি ইটভাটা অবৈধ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ ইট ভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমান ও একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২রা ডিসেম্বর)  সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়ার মিরপুর উপজেলা চারুলিয়া ও আমকাঠাঁলিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই  অভিযান পরিচালনা করে। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত অভিযান চলা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তর অফিসের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম। এসময় পরিবেশ অধিদপ্তরের শর্ত পূরন না করে ভাটা চালু করায় অভিযানে মিরপুরের এম জে বি ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার, এম আর বি ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, এ বি ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও এ কে বি ব্রিকসকে ১লাখ ৫০ হাজার জরিমানা করা হয়।

অভিযানে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযানের শুরুতে চারুলিয়ার এএসএম ব্রিকস নামের আরো ১টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার প্রধান কেমিষ্ট্র হাবিবুর বাশারসহ পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের সদস্য, পুলিশ, ১৪ আনসার ব্যাটালিয়ানের স্ট্রাইকিং ফোর্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনার শুরুতে চারুলিয়ায় ইট ভাটা মালিক ও শ্রমিকদের বাঁধার মুখে পড়ে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তর বলছে, জেলায় ১৭০টি ইটভাটার মধ্যে ১৫৫টি ইটভাটায় অবৈধ। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাবিবুল বাসার জানান, কুষ্টিয়া জেলায় মোট ১৭০টি ইটভাটা রয়েছে যার মধ্যে মাত্র ১৫টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান রাখা হবে বলেও তিনি জানান।