কুষ্টিয়া জেলায় মাদকদ্রব্যসহ দুইজন গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলায় মাদকদ্রব্যসহ দুইজন গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১২, ২০২৪

১১ ই জানুয়ারি কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক” সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের তীখ্ন দিক নির্দেশনায়, বিভাগের সক্রিয় ফোর্স সাথে নিয়ে কুষ্টিয়া সদর থানাধীন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

কুষ্টিয়া জেলায় মাদকদ্রব্যসহ দুইজন গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন আড়ুয়া পাড়ার মজনু শেখের ছেলে আজিজুল হাকিম শুভ (৩০) কে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমান আদালতে, এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে, আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দ্বিতীয় আসামি বড় আইল চাড়ার, মৃত হারুন জোদ্দার এর ছেলে, বাবুল জোদ্দার (৪৫) কে একই অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।