কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া চেম্বারের মজিবর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মোঃ আবু জাফর। সভায় গত সভার গৃহীত সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন হয়। সভায় বার্ষিক প্রতিবদন পাঠ ও অনুমোদন হয়।

নীরিক্ষা হিসাব বিবরণী অনুমোদন ও নিরীক্ষক নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়। সভা শেষে নব নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়। সভায় বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি নাসির উদ্দিন মৃধা, জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, চেম্বারের সদস্য শহীদ আবু মুসা, খন্দকার ইকবাল মাহমুদ, আফজাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, অ্যাড, মীর সানোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, নিলুফা আক্তার,আব্দুস সাত্তার প্রমুখ।