কুষ্টিয়া কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক
কুষ্টিয়া জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা। তিনি মঙ্গলবার সকালে কারাগার পরিদর্শন করে বন্দীদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি জেলে আটক কয়েদিদের খোঁজ-খবর নেন এবং তাদের শৃংখলা মেনে সুন্দর জীবনে ফিরে আসার আহ্বান জানান।

কুষ্টিয়া কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক
পরে তিনি কারাগারে আটক শিশু কিশোরদের টাস্কফোর্স কমিটির সভায় সভাপতিত্ব করেন। এসময় জেল সুপার আঃ বারেক, জেলার আবু মুছা, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন, জেলা মহিলা বিষয়ক অফিসার নুরে সফুরা ফেরদৌস, দিশার সহকারী পরিচালক এমআর ইসলাম উপস্থিত ছিলেন।
জেল সুপার আঃ বারেক জানান, কারাগার আধুনিক সভ্যতায় বন্দিদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য সমাজের মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান। নৈমিত্তিক পরিদর্শনের অংশ হিসেবে কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক মহদোয়। এছাড়াও জেলা প্রশাসক কারাগারে খাদ্যমান,ঔষধ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশন প্রদান করেন। পরে মৌবনের সহযোগী নারী বাতায়নের সৌজন্যে ৩৪ নারী কয়েদি ও ৪ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
