কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অষ্টম দিনে নির্বাচন বর্জনের জন্য জনসাধারণকে আহ্বান জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু লিফলেট বিতরণ করেন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার সময় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণের তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকায় ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
