নিজ সংবাদ ॥ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের এডহক কমিটির সভাপতি হলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। ১ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। এতে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্যাডে মনোনয়ন দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি জেলা প্রশাসক, কুষ্টিয়া-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকার-কে মনোনয়ন দেয়া হলো। এডহক কমিটির মেয়াদ ১৬/০৩/২০২৫ তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
