নিজ সংবাদ ॥কুষ্টিয়া অঞ্চলে বিএডিসির সার ডিলারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ জুন) কুষ্টিয়া বিএডিসির হাউজিং সেচ ভবনের সম্মেলন কক্ষে দিনব্যাপী কুষ্টিয়া-মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার ডিলার নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
ডিলার পর্যায়ে সার বরাদ্দ, উত্তোলন এবং ডিলার লাইসেন্স নবায়ণের ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিএডিসির তিন জেলার অর্ধশতাধিক সার ডিলার অংশ গ্রহণ করেন। কুষ্টিয়া বিএডিসির সার দপ্তরের যুগ্ম পরিচালক মোঃ ওসমান গণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান ও এস আর ডি আই’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শফিকুল মওলা। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিএডিসির সার দপ্তরের সহকারি পরিচালক মহিউদ্দিন মিয়া ও উপ-সহকারি পরিচালক শিশির কুমার বিশ^াস।
কর্মশালায় বিএডিসির ডিলারদের সার বরাদ্দ এবং উত্তোলনের নিয়ম-নীতি নিয়ে আলোচনার পাশাপাশি ডিলার লাইসেন্স নবায়ণের বিষয়ে আলোচনা করেন কর্মকর্তারা। এসময় ডিলাররা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বিএডিসির ডিলাররা শুধুমাত্র নন-ইউরিয়া সারের বরাদ্দ পেয়ে থাকেন। কিন্তু ইউরিয়া সার কৃষকদের মধ্যে দিতে না পরায় একদিকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন অপরদিকে ডিলাররাও সমস্যায় পড়ছেন জানিয়ে দ্রুত বিএডিসিকে ইউরিয়া সার আমদানির পরামর্শ দেন উপস্থিত ডিলাররা।
