বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচারনা জোরদারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বরিয়া এলাকায় বটতৈল ইউনিয়ন বিএনপি কর্তৃক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান আলী হান্নান মেম্বর ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাজী আনিচুর রহমান।
সার্বিক তত্বাবধানে ছিলেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর থানা ছাত্র দলের সাবেক আহবায়ক আব্দুল আওয়াল বাদশা। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, জিয়ারখী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা ছাত্র দলের নেতা হৃদয় প্রমূখ।
সভায় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের যে কোন পরিস্থিতি মোকাবিলা, গণতন্ত্র পুনরুদ্ধার, দলকে সুসংগঠিত এবং আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। বিএনপির ৩১ দফা দাবি প্রতিষ্ঠার জন্য জনগণের আস্থা ও সমর্থন অর্জন করতে হবে। এলাকায় শান্তিপূর্ণভাবে প্রচারনা চালিয়ে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে জনগনই মূল শক্তি। তাই সকলের কাছে দেশ নায়ক তারেক রহমানের বার্তা পৌছে দিতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তারেক রহমানের নির্দেশনায় দল থেকে ৩১ দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সবই পূরণ করা হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন। জনগনই আমাদের মূলশক্তি।
তাই নিজেদের মধ্যে ভূল বোঝাবুঝির অবসান ঘটিয়ে জাতীয়তাবাদী শক্তি এক হলে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে ধানের শীষের বিকল্প নেই। দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এদিকে উপস্থিত নেতারা তৃণমূলের সমস্যাবলি, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ওয়ার্ড বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ও দলীয় কর্মসূচি সফল করতে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
