নিজ সংবাদ ॥ উপজেলা নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া পৌর ১৮নং ওয়ার্ডে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু তৈয়ব বাদশার পালকি প্রতীকের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধা ৭টার দিকে শহরের সাদ্দাম বাজার এলাকায় নির্বাচনী পথসভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তৈয়ব বাদশার উপস্থিতিতে পথসভা করেন এলাকাবাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল। পরিচালনা করেন রাশিদুজ্জামান খান টুটুল। এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, পৌর ১৮নং ওয়ার্ড কাউন্সিলর জালাল, শহর আওয়ামী লীগের সহ সভাপতি সালামত, বীর মুক্তিযোদ্ধা সরফরাজ আহমেদ মজু, রবিউল ইসলাম ও মুস্তাক আহমেদ হেলিম, সদর থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বজলুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, আব্দালপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম। এছাড়াও সাইফুল আলম চৌধুরী রিংকি, আনিচুর রহমান মাষ্টার, মিশা, টুকু, সেলিম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সদস্য খাইরুল ইসলাম। উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মিঠুন আলী, সাবেক ছাত্র লীগ নেতা বিপ্লব হোসেন সাজু প্রমূখ। আগামী ৮মে এলাকার সকল ভোটারদের কাছে পালকি প্রতীকে ভোট প্রার্থনা করেন বক্তারা। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।
