নিজ সংবাদ ॥ রাজবাড়ীর কালুখালীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ হেলপার নিহত হয়েছে। গতকাল শনিবার (৬ জুলাই) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খাজানগরের ফেলু হোসেনের ছেলে লিটন (৩২), ও রাজশাহীর চারঘাট থানার পিরোজপুর গ্রামের আনসার আলীর ছেলে আবিদুর (৩৫)।
স্থানীয়রা জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ট্রাকের ২ হেলপার নিহত হয়।পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ হেলপারের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
