কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে একজন নিহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে একজন নিহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৩০, ২০২৪

মারফত আফ্রিদী, মিরপুর ॥ কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে কহাজ্জেল হসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

গতকাল শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সে উপজেলার মালিহাদ ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। নিহতের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন জানান, মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের স্থানীয় একটি মাঠে গাছ কাটছিলো কহাজ্জেল। এসময় খুব জোরে শব্দ করে আচমকা ভাবে বজ্রপাত হয়।

ওই বজ্রপাতে কহাজ্জেল মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত

ঘোষণা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।