কুষ্টিয়ার মিরপুরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের পূর্ণবাসন কাজের উদ্বোধন করেছেন : কামারুল আরেফিন এমপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার মিরপুরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের পূর্ণবাসন কাজের উদ্বোধন করেছেন : কামারুল আরেফিন এমপি 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২৪

মিরপুর প্রতিনিধি \\ কুষ্টিয়ার মিরপুরে “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের” আওতায় মিরপুর উপজেলাধীন ছাতিয়ান ইউপি-নিমতলা আরএন্ডএইচ ভায়া কালিতলা সড়ক (চেঃ ০০-১৭৫২ মিঃ) পূর্ণবাসন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার ছাতিয়ান কালিতলা মোড়ে এ কাজের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।এলজিইডি মিরপুরের বাস্তবায়নে এ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ১কোটি ৮লক্ষ ৭৫হাজার ১৮৩ টাকা।এ সময় কামারুল আরেফিন এমপি বলেন- মিরপুর ভেড়ামারা এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির ও রাস্তাঘাটের তালিকা আমি ইতিমধ্যেই সংগ্রহ করেছি। গোরস্থান ও ঈদগাহের তালিকা সংগ্রহের কাজ চলছে। তালিকাভ‚ক্ত এসব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এমন উন্নয়ন করা হবে, যা বাংলাদেশের মডেল হিসেবে গণ্য হবে।এসময় তিনি এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন এবং এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সমস্যাসমূহ যাতে দ্রুত সমাধান হয়, সে ব্যাপারে আন্তরিক আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, মিরপুর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন, মিরপুর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাছের আলী, বিশিষ্ট সমাজসেবক বগা বিশ্বাস, বিশিষ্ট মৎস্য সুরুজ্জামান সুজন প্রমুখ। এ সময় স্থানীয় জন প্রতিনিধি, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।