কুষ্টিয়ার মিরপুরে এসএসসি ৯৩’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার মিরপুরে এসএসসি ৯৩’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩০, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে এসএসসি ৯৩ ফাউন্ডেশনের আয়োজনে ও মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দারের সৌজন্যে মিরপুর উপজেলার এস এস সি ৯৩ বন্ধুদের নিয়ে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ মার্চ ) বিকেল চারটায় মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আবুল কাশেম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাঞ্চন কুমার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড.মর্জিনা খাতুন, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার জয়নুল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক আসাদুল হক বাবু প্রমুখ। এ সময় প্রতিটি ইউনিয়ন থেকে একজন ৯৩ বন্ধু প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। এর মধ্যে মালিহাদ ইউনিয়ন হতে মতিয়ার রহমান, কুরশা ইউনিয়ন হতে আবু জাফর আজাদ, পোড়াদহ হতে আব্দুল আলিম, ছাতিয়ান হতে তুহিন আলী,সদরপুর হতে আবু হেনা মোস্তফা কামাল, আমলা হতে মারফত আলী,প্রমুখ বক্তব্য রাখেন।