নিজ সংবাদ ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসন কার্যালয়ে দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন। মনোনয়ন উত্তোলন শেষে প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিকদের বলেন, শহীদ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে কিছুটা অঘটন কুষ্টিয়াতে ঘটেছিলো। তবে এখন আর কোন সমস্যা নেই। প্রশাসন শক্ত ভূমিকা নিয়েছে। আমরা আশা করি নির্বাচন পর্যন্ত প্রশাসন যদি এমন ভূমিকা নেয় তাহলে পরিবেশ ঠিক থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, যতবার সুন্দর ও সুষ্ঠ নির্বাচন হয়েছে কুষ্টিয়ার ১ থেকে ৪ পর্যন্ত প্রত্যেকটা আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয় লাভ করেছে। এবারের নির্বাচনেও কুষ্টিয়ার মানুষ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করবে। দলীয় স্বতন্ত্র প্রার্থীদের সম্পর্কে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, স্বতন্ত্র প্রার্থীর কারণে নির্বাচনের ফলাফলে কোন ইফেক্ট পড়ার সুযোগ নেই। শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীরা হয়তো মনোনয়ন জমা দিবেন না। দলীয় নেতারা বিএনপির বিপক্ষে বা ধানের শীষের বিপক্ষে কখনোই নির্বাচনে দাঁড়াবেন না।
দলীয় নেতা কর্মিদের প্রতি প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সবাইকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। কারণ একটা বিশেষ মহল উস্কানি দিয়ে, পায়ে পাড়া দিয়ে বিভিন্ন মহল্লায় দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি করার চেষ্টা করছে। মাথা ঠান্ড রেখে কাজ করলে আমরাই বিজয়ী হবো। এছাড়াও একই সময়ে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছে গনফোরামের মনোনীত প্রার্থী আব্দুল হাকিম। এসময় প্রার্থীরা নিজ নিজ আসন থেকে জয়লাভের প্রত্যাশার কথা জানান।
মনোনয়ন উত্তোলনকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিকু, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং জেলা কৃষক দলের আহবায়ক এ্যাড. আরিফুর রহমান সুমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
