নিজ সংবাদ ॥ কুষ্টিয়া ডিবি পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে ফেনসিডিল ও ট্যাপেন্টাডল সহ গ্রেফতার করেছে। গত বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ জেলার ভেড়ামারা ও শহরের বারখাদা এলাকায় অভিযান পরিচালনা। পৃথক এ অভিযানে ভেড়ামারা থেকে ফেনসিডিল ও বারখাদা এলাকা থেকে টেপেন্টাডল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মেহেরপুর জেলা গাংনী উপজেলার কাজীপুর ইউপি পীরতলা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী মনোয়ার হোসেন ও অজ্ঞাত পরিচয়ের ট্যাপেন্টাডল অপর ব্যবসায়ী মনিরুল ইসলাম।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা সকালে জানতে পারে, ভেড়ামারা হতে লালন শাহ গামী ছেড়ে যাওয়া ফাতেমা পরিবহন জে এস ট্রাভেল বাসে একজন ফেনসিডিল নিয়ে যাচ্ছে। এমন তথ্যর ভিত্তিতে ভেড়ামারা এলাকার লিটন এর ইলেকট্রনিক দোকানের সামনে বাস থামিয়ে তল্লাশি করে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে ডিবি পুলিশ তথ্য সূত্রে জানতে পারে শহরের ত্রিমোহনী এলাকায় টেপেন্টাডল কেনাবেঁচা হচ্ছে, এমন তথ্যে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বারখাদা থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মনিরুল ইসলামকে গ্রেফতার করে। পরে এস আই আলহাজ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
