কুষ্টিয়ার পাঁচ থানার ওসি একযোগে ঢাকা রেঞ্জে বদলি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার পাঁচ থানার ওসি একযোগে ঢাকা রেঞ্জে বদলি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ ২০২৪ সালের ৫ অগাস্টের পর সারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চাপ বাড়তে থাকে। সেই সাথে কুষ্টিয়াসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। কুষ্টিয়া জেলায় প্রতিদিনই হত্যা, ছিনতাই এবং চাঁদাবাজি সহ প্রতিদিনই কোন না কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা গেছে। ‎এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতে সারাদেশে পুলিশ পরিদর্শকের পদে বড় ধরনের রদবদল দেখা যায়। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ পরিদর্শক বদলির এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ‎

কুষ্টিয়ার ৭টি থানার মধ্যে পাঁচটি থানার পুলিশ পরিদর্শক (ওসি) কে একযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়। ‎বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত সূত্র মতে বদলিকৃতরা হলেন, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, কুমারখালী থানার অফিসার ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার। তবে এই পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কারা নিয়োগপ্রাপ্ত হবেন সে বিষয়ে এই প্রতিবেদন লেখা অবধি কোন কিছু জানা যায়নি।

‎এদিকে কুষ্টিয়া পাঁচটি থানায় পুলিশের শীর্ষ পদে রদবদলের ফলে জনগণে কিছুটা হলেও প্রশান্তি দেখা দিয়েছে। সাধারণ জনগণ মনে করেন পুলিশের এই রদবদলের ফলে সাধারণ মানুষ ভোগান্তি থেকে রক্ষা পাবে। উল্লেখ্য, কুষ্টিয়া জেলা পুলিশে গত শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।