নিজ সংবাদ ॥ যৌথ অভিযানে কুষ্টিয়া পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। গতকাল বুধবার (৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় দুই বালগেট মালিকে ১ লাখ টাকা করে, দুই মালিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
দণ্ডিতরা হলেন-মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান (৩২) এবং ও একই এলাকার শরিফুল ইসলাম (৬০)।পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও কুষ্টিয়া মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে পদ্মা নদীর চর-ভবানিপুর, সাঁড়াঘাট, পাকশী ও মিরপুর বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অবৈধ বালু মহলের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।
