কুষ্টিয়ার নওদা আজমপুরে ভয়াবহ অগ্নিকান্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার নওদা আজমপুরে ভয়াবহ অগ্নিকান্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন আমলা ইউনিয়নের নওদা আজমপুর গ্রামে হাজী মোঃ রাহাত আলী বিশ্বাসের বাড়ি সহ দুটি মুদির দোকান ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই। রবিবার আনুমানিক রাত ১-৩০ মিনিটের সময় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক জানান হঠাৎ রাত ১:৩০ মিনিটে সময় তার একজন প্রতিবেশী আগুন আগুন বলে তাদেরকে ডাকতে থাকে, সে সময় তারা ঘুম থেকে জেগে দোকানের সামনে এসে দেখে ঘরের মাঝখানে আগুন জ্বলছে। এ সময় সবার চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন জেগে ঘটনাস্থলে আসে। কিন্তু দুঃখের বিষয় অতি তাপ দাহের কারণে বর্তমানে কোন টিউবওয়েলে  মোটরযোগ পানি না ওঠায় অগ্নি নিবারণের কাজ করতে ব্যাহত হয়। এ সময় উপস্থিত সবাই টিউবওয়েলের পানি চেপে আগুন নিবারনের চেষ্টা চালায়। যে চেষ্টা কোন কিছু রক্ষা করতে পারেনি।  এদিকে মিরপুর ফায়ার সার্ভিসে ৯৯৯ এর মাধ্যমে কল করলে ফায়ার সার্ভিস ঘটনাস্থল ঠিকমতো চিনতে না পারায় আসতে বিলম্ব হওয়ায় ভুক্তভোগীর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী জানান বিশ হাজার টাকা নগদ অর্থসহ দুটি দোকানে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ছিল যার কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি এবং বসতবাড়িসহ তিনটি রুমের আসবাবপত্র সম্পন্ন পুড়ে গেছে।