নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দুই মাদক ব্যবসায়ী ২১০ বোতল ফেনসিডিল সহ সিরাজগঞ্জ ডিবি পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন, দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দিরপাড়া গ্রামের মোঃ মহিদুল ইসলাম মধু’র ছেলে মোঃ মাকসুদুর রহমান কিরন (২৫) এবং একই উপজেলার বেজপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে ইউসুফ আলী সবুজ (২৯)। সিরাজগঞ্জ ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে গত ৯ মার্চ রাত সাড়ে ১০ টার সময় সিরাজগঞ্জ থানাধীন ১০ নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর থেকে ২১০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মাকসুদুর রহমান কিরন (২৫) এর পিসি/পিআরঃ মোতাবেক তার বিরুদ্ধে ০৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
