কুষ্টিয়ার থানাপাড়ায় নির্মাণাধিন পুলিশ ক্লাবের ভবনে গড়ে উঠেছে মাদক সেবনের আস্তানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার থানাপাড়ায় নির্মাণাধিন পুলিশ ক্লাবের ভবনে গড়ে উঠেছে মাদক সেবনের আস্তানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৫, ২০২৪

আমিন হাসান ॥ দেশব্যাপী যখন চলছে মাদক প্রতিরোধ অভিযান আর ঠিক এরই মাঝখানে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত নির্মাণাধিন পুলিশ ক্লাবে চলছে ভরপুর মাদক সেবন। মাদক সেবনকারীরা নেশার টাকা যোগান না দিতে পারলে চুরি করছে এই পুলিশ ক্লাবের নির্মাণাধীন ভবনের রড, জানালা। পার্শ্ববর্তী এলাকায় চুরি করে এখানে খুব সহজে গা ঢাকা দিচ্ছে, গড়ে তুলেছে এক বিশাল চোরের আস্তানা। গতকাল বুধবার (২৪ এপ্রিল) স্থানীয় এলাকাবাসীরা পুলিশ ক্লাবের মধ্যে মোমবাতির আলো জ্বলতে দেখে এক প্রকার সন্দেহ হয় এবং এলাকার কিছু যুবসমাজ সেখানে গিয়ে দেখেন একটি ছেছড়া চোরের দল সেখানে মাদক সেবন করছে। এলাকাবাসীর উপস্থিত টের পেলে সেখান থেকে দৌড় দিয়ে সবাই পালিয়ে যায়। স্থানীয়রা জানান, এই এলাকায় চুরির ঘটনার দিন দিন বেড়েই চলেছে আর চুরি করার পরে খুব সহজে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকতে পারে এই নির্মাণাধিন পুলিশ ক্লাবে। তাছাড়া এইখানে একটি প্লাস্টিকের বড় পানির ট্যাংকি ছিলো সেটা  চুরি করে নিয়ে গেছে। যদি পুলিশের সম্পদ পুলিশ রক্ষা না করতে পারে তাহলে এই বিষয়গুলো সাধারণ মানুষের মনে কি ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে সেটা আপনারাই বলুন। আমাদের দাবি আপনাদের প্রতিবেদনটি চোখে পড়লে অবশ্যই কুষ্টিয়া জেলা পুলিশে এর সুব্যবস্থা নেবেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানাকে মুঠোফোনের জিজ্ঞাসা করলে তিনি জানান, আমার এই বিষয়টি জানা নেই।