কুষ্টিয়ার চালের মোকামে স্বয়ংক্রিয় প্রযুক্তির বিদ্যুৎ উপকেন্দ্রের যাত্রা শুরু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার চালের মোকামে স্বয়ংক্রিয় প্রযুক্তির বিদ্যুৎ উপকেন্দ্রের যাত্রা শুরু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৩
কুষ্টিয়ার চালের মোকামে স্বয়ংক্রিয় প্রযুক্তির বিদ্যুৎ উপকেন্দ্রের যাত্রা শুরু

নিজ সংবাদ ॥ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লি: ওজোপাডিকো কুষ্টিয়ার আধুনিকায়িত উন্নীতকরন ও সম্প্রসারন প্রকল্পের সর্বশেষ সংযোজন হিসেবে ২*২০/ ১৩.৩৩ এমভিএ ক্ষমতা সম্পন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিত্তিক বিদ্যুৎ পরিচালন উপকেন্দ্রের উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট খাজানগরে এই উপকেন্দ্রটি উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: হবিবুর রহমান বিপিএ। তিনি জিআইএস টাইপ ৩৩/১১ কেভি উপকেন্দ্রটিতে সংযুক্ত কম্পিউটার ডিভাইসের মাধ্যমে সুইচ অন করেন।

কুষ্টিয়ার চালের মোকামে স্বয়ংক্রিয় প্রযুক্তির বিদ্যুৎ উপকেন্দ্রের যাত্রা শুরু

কুষ্টিয়ার চালের মোকামে স্বয়ংক্রিয় প্রযুক্তির বিদ্যুৎ উপকেন্দ্রের যাত্রা শুরু

কুষ্টিয়ার চালের মোকামে স্বয়ংক্রিয় প্রযুক্তির বিদ্যুৎ উপকেন্দ্রের যাত্রা শুরু

এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলীূ মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান ওজোপাডিকো এস এম এনামুল কবীর, যুগ্ম সচিব প্রশাসন ওজোপাডিকো মো: আহসানুর রহমান, উপসচিব মো: মাইনুল ইসলাম আসাদ, উপসচিব মাকসুদা খন্দকার, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএইচ এম মহি উদ্দিন, প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুল রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কুষ্টিয়া অ ল জাহান ই শবনম নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মিয়া। এছাড়াও এই উপকেন্দ্রের মূল সুবিধাভোগী চালকল মালিক সমিতির নেতা ওমর ফারুক, আরশাদ আলী, এমএ খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় চালকল মালিক সমিতির নেতা ওমর ফারুক তার বক্তব্যে বিগত দিনে বিদ্যুৎ ভোগান্তির চিত্র তুলে ধরেন। সেই সাথে এই উপকেন্দ্রটি চালুর মাধ্যমে দেশের বৃহৎ এই চালের মোকামকে সচল করে চাল উৎপাদনকে অব্যহত রাখার মাধ্যমে বাজার চাল সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখা যাবে। উপকেন্দ্রটি নির্মানে সরকারের যে বিপুল পরিমান অর্থ ব্যয় হয়েছে, আমরাও আমাদের চাল উৎপাদনকে সচল রেখে খাদ্যের যোগান নিশ্চিত করে যাবো। তিনি বর্তমান চাল কলে নতুন করে সংযোগ নেয়ার জন্য যে শর্ত আরোপ করা হয়েছে সেবিষয়ে আবারও বিবেচনা করে শর্ত শিথিলের আবেদন করেন। তত্ত¦াবধায়ক প্রকৌশলী জানান, পদ্মা সেতু চালুর পর যোগাযোগ ব্যবস্থার প্রভুত উন্নয়নের ফলে ক্রমবর্ধমান শিল্প কারখানা স্থাপনের যে বিস্তর সম্ভাবনার দ্বার খুলেছে সেই সম্ভাবনাকে বাস্তবায়নেও নিরবচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ ব্যবস্থার নিশ্চিতে পশ্চিমা ল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকোর বেসিক অবকাঠামো নির্মানসহ কারিগরি সক্ষমতার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

ওয়েষ্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্প, ওজোপাডিকো লি: খুলনার প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘ওজোপাডিকো লি: আধুনিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তি সংযোজিত উপকেন্দ্র নির্মানের মধ্যদিয়ে আগামী ৪র্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে সেবা নিশ্চিত করতে সক্ষম হবে। সেই সাথে বিদ্যুৎ বিভ্রাট, উপকেন্দ্র হতে গ্রাহক পর্যায় পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের গুনগত মান উন্নীতকরনের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে। সদ্য নির্মিত এসব উপকেন্দ্রে বিকল্প ২টি করে সোর্স লাইন থাকছে যাতে করে যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ অথবা বড় ধরনের কোন বৈদ্যুতিক গোলযোগের কারনে কোন জেলা বিদ্যুৎহীন হয়ে না পড়ে সেটা নিশ্চিত করা হয়েছে। এই জেলার সাথে চারিপাশের জেলা গুলোর রিং সোর্সিং বিকল্প ৩৩ কেভি লাইনের সংযোগ থাকছে।

এতে আস্থা নির্ভর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার পথ সুগম হবে। উপকেন্দ্রটি নির্মান শেষে উদ্বোধনকালে উপস্থিত নির্মানকারী প্রতিষ্ঠান আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবুর রহমান তার নির্মন প্রযুক্তি এবং নির্মান সামগ্রীর মান ও সক্ষমতা তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত প্রধান অতিথি প্রধান অতিথি বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: হবিবুর রহমান বিপিএ বলেন, ‘সরকার জনগণ তথা ব্যবসায়ী সম্প্রদায়ের সাচ্ছন্দ্য সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। আপনারা সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের যে সমস্যার কথা বলছেন সেটা যদি সত্যিই আপনাদের ভোগান্তির কারন হয়ে উঠে তাহলে প্রয়োজনে সম্ভাব্যতা যাচায় করে সমস্যা চিহ্নিত করনসহ যেটা সুবিধা হবে সেটাই করা হবে’ এখানে নতুন নির্মিত এই উপকেন্দ্রটি আপনাদের শিল্পায়নে যেমন ভুমিকা রাখবে সেই সাথে আপনারাও এর রক্ষনাবেক্ষনে আপানদের পক্ষ থেকে যে দায়িত্ব পালন করার সেটা আপনারা করবেন’।