কুষ্টিয়ার গোপালপুরে সিভিল সার্জনের অভিযান! কবিরাজ পুলিশ হেফাজতে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার গোপালপুরে সিভিল সার্জনের অভিযান! কবিরাজ পুলিশ হেফাজতে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩, ২০২৪

নিজ সংবাদ ॥ ঝাড় ফু’তে চলে সর্ব রোগের চিকিৎসা। এমন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলা গোপালপুর গ্রামে এক কবিরাজের বাড়িতে সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিনের অভিযান। কবিরাজের ঝাড় ফু বিষয়টি নিয়ে নরে চড়ে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম।

এতে জনগনকে প্রতারিত করা হচ্ছে বিষয়টি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন পত্রিকায়।

তথ্য সূত্রে জানা গেছে, জিয়ারখী  ইউনিয়নের গোপালপুরের কমলাপুর পশ্চিমপাড়া গ্রামের শামীম হুজুর কবিরাজ। তার ঝাড় ফু’তে জটিল ও কঠিন রোগসহ নানা রোগের চিকিৎসা হয়। এই কবিরাজ মুখে বলেন ফি লাগে না, জনগনকে অন্ধ বিশ্বাসে আকৃষ্ট করায় প্রতিদিন শত শত ব্যক্তি আসেন তার আঙ্গিনায়। পরবর্তীতে অন্ধ বিশ্বাসে এসে যাদের উপকার হয় তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন শামীম কবিরাজ।

গত শনিবার ২৯জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, কমলাপুর পশ্চিমপাড়া নদীর ধারে। তার বাড়ির সামনে ও ভিতরে মানুষের ভিড়। সবাই কবিরাজের সামনে দাঁড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে কবিরাজ শামীম সাদা পাঞ্জাবি, লুঙ্গি পড়ে চেয়ারে বসে আছেন। আর পাশে বসে আছেন তার কয়েকজন লোক। সামনে রোগীরা দাঁড়িয়ে আছেন, ঝাড় ফু দিচ্ছেন কবিরাজ। রোগীরা টাকা দিচ্ছেন এবং শামীম হুজুরের পা ধরে সালাম করে চলে যাচ্ছেন। এভাবেই চলছে ভণ্ড কবিরাজ শামীম হুজুরের চিকিৎসা। কবিরাজের সহকারি জানান, গত দুবছর ধরে তিনি আল্লাহর আশির্বাদে বাড়িতে বসে এমন চিকিৎসা দিয়ে আসছেন। ‘ফু’ দিয়ে তিনি যৌন রোগ, নিঃসন্তানে ডায়াবেটিস, কিডনি,ব্যথাসহ জটিল ও কঠিন রোগ ভালো করছেন। তিনি চিকিৎসা বাবদ কোনো টাকা নেন না। তবে খুশি মনে যে যাপারেন তাই কবিরাজকে দেন বলে স্বীকার করেন। স্থানীয়রা জানান, তিনি বিভিন্ন এলাকায় দালাল সেট করেছেন। তাদের মাধ্যমে সর্বরোগের চিকিৎসার কথা প্রচার চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় গিয়ে নিজেরাই তার কাছ থেকে চিকিৎসা নিয়ে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেয়েছেন বলেও প্রচার করছেন। প্রতারনা অভিযোগের বিষয়টি কুষ্টিয়া সিভিল সার্জনের দৃষ্টি গোচর হলে, কথিত কবিরাজের বাড়িতে গতকাল মঙ্গলবার (০২জুলাই) পরিদর্শনে যান তিনি।

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন ঘটনার সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ঝাড় ফুকের মাধ্যমে সকল রোগের চিকিৎসা সেবা দেওয়া বিদ্যা বহির্ভূত। আইনত অপরাধ বলে জানা তিনি। এসময় তিনি জেলা পুলিশের সার্বিক সহোযোগিতায় কথিত কবিরাজের কর্মকান্ড বন্ধ রেখে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন প্রমুখ।