কুষ্টিয়ার কুমারখালীতে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার কুমারখালীতে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ২ টায় আব্দুল মজীদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত সদস্যরা বাড়িতে থাকা ৭ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুঠে নেয়। আব্দুল মজীদ উপজেলার কয়া ইউনিয়নের হাই স্কুল পাড়া এলাকার আইনু উদ্দিনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাতে আব্দুল মজিদ ও  স্ত্রী রাফিজা খতুন প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন রাত ১১ টায়। একই সাথে দুই ছেলে রাজু আহম্মেদ ও সাজু আহম্মেদও ঘুমিয়ে পড়ে নিজ নিজ কক্ষে। হঠাৎ রাত ২ টায় বাড়ির ডান পাশের বারান্দার দরজা লোহার রোড দিয়ে খুলে ভিতরে প্রবেশ করে ডাকাত দলের চার সদস্য। ভিতরে প্রবেশ করে চুপচাপ থাকতে বলে তারা। এরপর বাড়াবাড়ি করলে হত্যা করার হুমকি দেন ডাকাত দলের সদস্যরা এবং রাফিজা খতুনের গলায় ও কানে থাকা গহনা নিয়ে নেই।

পরে রাজু আহম্মেদের রুমে প্রবেশ করে তার স্ত্রী খাদিজা খাতুনের নগদ ৭৫ হাজার টাকা ও পাশে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে সেখানে থাকা স্বর্ণালাকার নিয়ে যায়। আব্দুল মজিদ বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শব্দ পেয়ে উঠে দেখি সামনে দাড়িয়ে আছে ৪ জন। তাদের গায়ে কালো পোশাক, মুখ কালো কাপুড় দিয়ে বাঁধা। সবার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। তারা আমাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়িতে থাকা সব স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে চলে যায়। রাফিজা খতুন বলেন, ডাকাত সদস্যরা বাড়িতে প্রবেশ করে জিম্বি করে। প্রথমে আমার হাতে, কানে ও গলায় থাকা গহনা আগে নিয়ে নেই। পরে আলমারি ও বাক্স থেকে নগদ অর্থ ও নিয়ে চলে যায়। ৭-৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সাথে কথা হলে তিনি জানান, ডাকাতির বিষয়টি আমরা শুনেছি যাচাই-বাছাই এর প্রক্রিয়াতে আছে।