কুষ্টিয়ার কাউন্সিলর জগতের ত্রাসের রাজত্বে অসহায় এলাকাবাসি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার কাউন্সিলর জগতের ত্রাসের রাজত্বে অসহায় এলাকাবাসি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৫, ২০২৪

কাউন্সিলরের বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার জগতের ত্রাসের রাজত্বে অসহায় এলাকাবাসি। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, অবৈধ অস্ত্রের মহড়া, চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ঐ কাউন্সিলর ও তার সহযোগিরা। তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই এলাকাবাসির উপর চালানো হয় অমানবিক নির্যাতন। হামলা করা হয় ঘরবাড়িতে, অস্ত্র ঠেকিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকী। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না নারীরাও।  কাউন্সিলর কিশোর কুমার জগতের দলবল নিয়ে প্রকাশ্য অস্ত্র হাতে মহড়ার দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোড়ন সুষ্টি করেছে। এভাবেই মিলপাড়া এলাকায় জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টি করে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি জমি দখল, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের মহড়াসহ নানা অপকর্ম করে আসছেন এই কাউন্সিলর কিশোর কুমার জগৎ ।

তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই এলাকাবাসির উপর চালানো হয় অমানবিক নির্যাতন। হামলা করা হয় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে, অস্ত্র ঠেকিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকী। কাউন্সিলর কিশোর কুমার জগতের নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারীরাও। চাঁদা না পেয়ে এক যুবককে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন ঘটনায় এই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বরাবরই থাকেন ধরা ছোঁয়ার বাইরে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার সাধারন মানুষ, প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী তাদের। গত ১ মে রাত ৮টার দিকে উত্তর নীলপাড়া মহাশ্মশান সংলগ্ন সিয়াম স্টোরের মালিক জনি বড় বাজারে দোকানের মালামাল কিনতে গেলে তার স্ত্রী শিখা খাতুন দোকানদারি করছিল।ওই সময় খান মোহাম্মদ ওয়াহিদ রনি, ডাবলু, তারিকুল রাকিব ও গিরিশ শাহীন এসে সিগারেট নিলে দোকানদার শিখা খাতুন টাকা চাইলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন করে এবং ৫০ হাজার টাকার দাবি করে। শিখা খাতুন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রনি মোবাইলে ১১ নম্বর ওয়ার্ড কমিশনার জগত ও হাসিব খা কে ডাকে। ওই সময় পৌর কাউন্সিলর কিশোর কুমার জগত চিৎকার করে দোকান ভাঙচুরের নির্দেশ দেয় এবং বলে ওকে ধরে লাশ করে নদীতে ফেলে দে। খোকনের সাথে সাথে আসামি জগত, হাসিব, রনি, বিল্লাল ও রাকিব ত্রাশ সৃষ্টি করে দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ওই দোকানে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। ২৫ হাজার টাকার মূল্যের মালামাল লুট করে, এবং দোকানের ড্রয়ার ভেঙ্গে নগদ ৩২ হাজার টাকা লুট করে। এছাড়াও ৪৮ হাজার টাকা দামের একটি ফ্রিজ ভাঙচুর করে রেখে যায়। এ ঘটনায় দোকানদার জনি শেখ বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হাসিব খা (২৫), সাদ্দাম (২৮) ও সুজন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, হাসিব খা দীর্ঘদিন ধরে উত্তর মিলপাড়া ও চর মিলপাড়ায় নানা অপকর্মের সাথে জড়িত। পুলিশের সোর্স হিসেবেও কাজ করে বলে জানা গেছে। হাসিব খা নিজের নাম না লিখতে পারলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম হাসিল করে চলে। সম্প্রতি লালন শাহের মাজারের সামনে শর্ট গান হাতে মহড়া দিতে দেখা যায় হাসিব খাকে। সরকারি জমি দখলসহ নানা অপকর্মের সাথে জড়িত সে। এর আগে হাসিব খার মা ও বাবাকে র‌্যাব মাদকসহ হাতে নাতে গ্রেফতার করে। হাসিব খা এর বাবা মাসুদ খা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। হাসিব খা স্থানীয় কিছু প্রভাবশালী নেতার ছাত্র ছায়াই থাকাই বিভিন্ন অপকর্ম করেও পার পেয়ে যায়। এছাড়াও গত সোমবার ৬ই মে রাত ৮টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা কিশোর কুমার ঘোষ জগতের নেতৃত্বে তার সমর্থকরা চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদকে মারধর ও অপহরণের চেষ্টা করেন। আহত চেয়ারম্যান প্রার্থী মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একালাবাসী সুত্রে জানা যায়, তিনি কাউন্সিলর হাওয়ার পর থেকেই পৌরসভার মিলপাড়ায় চাঁদাবাজি, অস্ত্রবাজি সহ সরকারী জায়গা জমি দখল করে বিক্রি করে আসছে। এছাড়াও রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে দোকান পাট ভাংচুর করা করেন তিনি ও তার গ্র“পের লোকজন। প্রতিবাদ করতে গেলেই মারধর করেন এবং বিভিন্ন হুমকি দেন। ভুক্তভোগী এক মহিলা জানান, কাউন্সিলর কিশোর কুমার জগত তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি তার হাতে থাকা শর্টগান দিয়ে আমাকে আঘাত করে। ভুক্তভোগী অপর মহিলা জানান, জগত আমার কাছে চাঁদা চান। আমি দিতে না পারায় আমার ছেলেকে পার্কের মধ্যে ডেকে নিয়ে হত্যা করে। আর এসব ঘটনায় ওই কাউন্সিলরসহ তার সহযোগিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে, বর্তমানে তিনি জামিনে আছেন বলে জানায় পুলিশ। এসব বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ পরবর্তীতে তার বিরুদ্ধে আবার এধরনের অভিযোগ পেলে আটক করে আইনের আওতায় সোপর্দ করার কথা বলছেন পুলিশের এই কর্মকর্তা। অভিযোগের বিষয়ে কাউন্সিলর কিশোর কুমার জগতের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।