বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পুলিশ, র্যাব,ও সেনাবাহিনীর সমন্বিত যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ১৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে কুষ্টিয়া সদর থানাধীন, মিলপাড়া, থানাপাড়া, থানা পাড়া, মজমপুর, চৌরহাস, জগতী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাসরিন সুলতানার উপস্থিতিতে ঘটনাস্থলেই বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট ফৌজিয়া আবিদা রহমান, কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত মোঃ আব্দুল আজিজ সহ পুলিশ, সেনাবাহিনী, ও র্যাবের বিভিন্ন অফিসার ও ফোর্স।
