মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জেলা ডিবি পুলিশের অভিযানে ১ শত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ (৪২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত জাহিদুল ইসলাম জাহিদ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহির চর বারোমাইল গ্রামের মৃত ফরমান আলী মন্ডলের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার সময় মিরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে মিরপুর থানাধীন ধুবইল ইউনিয়নের চক ধুবইল গ্রামের সালাম মোড়স্থ ভেড়ামারা টু মিরপুর গামী পাকা রাস্তার পশ্চিম পাশে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হইতে মাদককারবারী জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার পকেটর মধ্যে রক্ষিত ১ শত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যপারে মাদকদ্রব্য আইনে মিরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।
