কুষ্টিয়ায় হেরোইন সহ যুবক গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় হেরোইন সহ যুবক গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৩
কুষ্টিয়ায় হেরোইন সহ যুবক গ্রেফতার

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন সহ সাহেব শেখ (২৩) নামের যুবককে গ্রেফতার করা হয়েছে। সে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

কুষ্টিয়ায় হেরোইন সহ যুবক গ্রেফতার

কুষ্টিয়ায় হেরোইন সহ যুবক গ্রেফতার

কুষ্টিয়ায় হেরোইন সহ যুবক গ্রেফতার

জানা যায়, ভাড়া বাড়ীতে দীর্ঘদিন ধরে হেরোইন রেখে বিক্রি করে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল পরিদর্শক বেলাল হোসেনের নির্দেশনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক হোসেন আলী’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাহেব শেখ’র শয়ন কক্ষের বালিশের নিচে প্লাস্টিকের কৌটায় মোড়ানো অবস্থায় ১২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত ১২ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা। অভিযানে নেতৃত্বদানকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য মোহাম্মদ বেলাল হোসেন জানান আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (১) সারণীয় ক্রমিক নং ০৮ ( খ) ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলা নং ২৮ এবং তারিখ ১২ নভেম্বর ২০২৩ ইং।