কুষ্টিয়ায় হামলা দৌলতপুরের সহস্রাধিক জামায়াত বিএনপি’র কর্মী সমর্থকের অংশ গ্রহণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় হামলা দৌলতপুরের সহস্রাধিক জামায়াত বিএনপি’র কর্মী সমর্থকের অংশ গ্রহণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৫, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জঙ্গী কায়দায় হামলা, ভাঙচুর অগ্নিসংযোগে অংশ নিয়েছে দৌলতপুরের সহস্রাধিক জামায়াত বিএনপি’র কর্মী সমর্থক ও সন্ত্রাসীরা। শনিবার (৩ আগস্ট) রাত থেকে গতকাল রবিবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সদ্য নিষিদ্ধ হওয়া জামায়াতের জঙ্গী সন্ত্রাসী ও বিএনপি’র নেতা-কর্মীরা কুষ্টিয়া শহরে অবস্থান নেয়।

এছাড়াও কুষ্টিয়া শহরের বিভিন্ন ম্যাস ও বাসাবাড়িতে ভাড়ায় থাকা দৌলতপুরের জামাতের কর্মী সমর্থকদের পাশাপাশি বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের কর্মীরাও হামলা, ভঙচুর ও অগ্নিসন্ত্রাসে অংশ নেয়। হামলা ও অগ্নি সংযোগে অংশ নেয়ার আগে তারা দৌলতপুরের বিভিন্ন মসজিদ, কওমী মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে গোপন মিটিং ও পরিকল্পনা করে। হামলা, ভাঙচুর অগ্নিসংযোগে অংশ নেয়া সন্ত্রাসীরা গতকাল দিনভর কুষ্টিয়া শহরে বিভিন্ন স্থাপনায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা শহরের মজমপুর ট্রাফিক পুলিশ অফিস, জেলা আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা পরিষদ ভবন, শহর আওয়ামী লীগ নেতাদের অফিসসহ বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন পুলিশ আহত হয়। পরে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।

বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শহরের মজমপুর, এনএস রোড সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের নৃশংস তান্ডলীলা চলে। হামলা ও গুলিতে স্থানীয় ৪ জন গণমাধ্যম কর্মী, পুলিশ ও পথচারীসহ অন্তত অর্ধশত আহত হয়। তার কুষ্টিয়া জেনরেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও দৌলতপুরের জামায়াত-বিএনপি’র সন্ত্রাসীরা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার বাসভবনে হামলা ও ভাঙচুরে অংশ নিয়েছে বলে জানাগেছে। সন্ধ্যা সাড়ে ৬টার পর বৃষ্টি শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।