কুষ্টিয়ায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় চার শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা-ইকো। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ৩টায় শহরের হাউজিং এলাকায় ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশন হেলথ সেন্টারের সামনে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় বক্তারা বলেন, ‘ইকো-এর মতো মানবিক সংগঠনগুলো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছে। এমন কার্যক্রম অব্যাহত থাকলে অনেক দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে।’

খাদ্য সহায়তা পেয়ে ইকো’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরাও। তারা জানান, এই খাবার সহায়তা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান। আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ইমরান আহমদ, ইকো’র প্রজেক্ট অফিসার আবদুল কাদেরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।