কুষ্টিয়ায় সেনা কর্মকর্তার বাড়িতে চুরি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সেনা কর্মকর্তার বাড়িতে চুরি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে ভাড়াটিয়া কর্তৃক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার পেয়ারাতলা এলাকার ৯/৩, মাহাবুব মোর্শেদ সড়কের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার খায়রুল ইসলামের বাড়িতে সুজন হাসান (২৮), পিতা: রনজিৎ, গ্রাম: বাহাদুরপুর, থানা: পাংশা, জেলা: রাজবাড়ী পরিচয় দিয়ে গত ১৪ এপ্রিল মায়ানীড় ছাত্রাবাসের পাশের ফ্লাটে একটি কক্ষ ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর থেকে সে ওই কক্ষেই অবস্থান করছিলেন। গত ২৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে একই বাড়িতে মায়ানীড় ছাত্রাবাসের একটি কক্ষে সবার অগোচরে অবৈধভাবে প্রবেশ করে দুই হাজার টাকা, মোটরসাইকেলের লাইসেন্স, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, দুইটি ব্যাংকের এটিএম কার্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ একটি মানিব্যাগ এবং বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি করে। পরবর্তীতে ছাত্রদের জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে। গত রবিবার বিকাল ৫ টার সময় চুরি করা জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার প্রতিশ্র“তি দেন। এরপর থেকে সে তার ভাড়া নেওয়া কক্ষেই অবস্থান করে। কিন্তু দুপুর দেড়টার টার দিকে খোঁজখবর নিতে গেলে দেখা যায় সে পশ্চিম দিকের জানালার গ্রিল হেক্সা ব্লেড দিয়ে কেটে সবকিছু নিয়ে পালিয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা পরিবারের প্রায় ষাট হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় খায়রুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি করে পালিয়ে যাওয়ার পরে তার কক্ষ থেকে উদ্ধার হওয়া একটি মাদক মামলার অভিযোগ পত্রে আসামির নাম মনিরুল ইসলাম, পিতা: রবিউল ইসলাম, গ্রাম:সদরপুর (নদীরচর), থানা: মিরপুর, জেলা কুষ্টিয়া পরিচয় পাওয়া যায়। এছাড়াও ওই অভিযোগ পত্রে মিরপুর-জি আর ২৯২/২৩,এম আর ১৩৯১/২৩ তথ্য লেখা আছে।