কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত চাঁদাবাজ রুবেল ও জসীম আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত চাঁদাবাজ রুবেল ও জসীম আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৪, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত চাঁদাবাজ রুবেল ও জসীমকে আটক করা হয়েছে। গতকাল রবিবার (৩ নভেম্বর) প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) সেনাবাহিনী গোয়ে›া সূত্রে জানতে পারে সাইফুল, জসীম, রুবেল ও আশরাফুল নামে একদল চাঁদাবাজ রানাখড়িয়া বালিঘাটে বালি উত্তোলনকারী ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছে। এছাড়াও চাঁদাবাজরা সেনাবাহিনীর হস্তক্ষেপ এড়াতে প্রতিদিন তাদের ২৫,০০০.০০ টাকা চাঁদা েিত হবে মর্মে ব্যবসায়ীরে হুমকি েিয় আসছিলো।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধীদের সনাক্ত করতে সেনাবাহিনীর একাধিক সোর্সকে সক্রিয় করা হয় এবং নির্ভরযোগ্য গোয়েন্দা ত্েযর ভিত্তিতে, গতকাল রবিবার (৩ নভেম্বর) দুপুর ৩ টা ৫০ মিনিট হতে সন্ধা ৬টা পর্যন্ত লেঃ কর্ণেল মোঃ মাহবুবুল আলম শিকদার (পিএসসি, জি) এর নেতৃত্বে ৩৬ জনের সমন্বয়ে একটি সেনা টহল দল কুষ্টিয়ার মিরপুরের রানাখড়িয়ায় অভিযান পরিচালনা করে কুখ্যাত চাঁদাবাজ রুবেল ও জসীমকে আটক করে। সেই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই এলাকায় জনসাধারণকে জানানো হয়।

এছাড়াও যেকোন সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ সেনা ক্যাম্পে রিপোর্ট করার জন্য জনসাধারণকে উৎসাহিত করা হয়। সেনাবাহিনী সূত্রে আরও জানা যায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে এলাকাবাসী চাঁদাবাজদের গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করে সেনাবাহিনীর তৎপরতারপ্রশংসাকরেছেন। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা মনে করেন, এ ধরণের অভিযানের মাধ্যমে চাঁদাবাজ চক্র কর্মকান্ড রোধ করা সম্ভব হবে।