কুষ্টিয়ায় সার নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সার নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১, ২০২৫

রঞ্জুউর রহমান ॥ সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধন, খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও. লাইসেন্স প্রদানের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ। গতকাল রবিবার (৩০ নভেম্বর) দুপুর বারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ইউনুস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আকরাম হোসেন খান, প্রচার সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে সার বিতরণসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে খুচরা বিক্রেতাদের মতামত উপেক্ষা করা হচ্ছে এবং নীতিমালা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে। এতে তৃণমূলে সার বিতরণ ব্যবস্থা ব্যাহত হওয়া ছাড়া প্রকৃত বিক্রেতাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং খুচরা সার বিক্রেতাদের নীতিমালা থেকে বাদ দেওয়া হলে তাঁরা পুঁজি হারিয়ে দেউলিয়া হয়ে পড়বেন। বহু বছর ধরে কৃষক পর্যায়ে সেবা দিয়ে আসা অভিজ্ঞ ও নিবন্ধিত খুচরা বিক্রেতাদের বাদ দিলে সার বাজারে অস্থিতিশীলতা এবং বিভিন্ন সিন্ডিকেটের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে।

স্মারকলিপিতে যেসব দাবি তুলে ধরা হয়েছে, খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড ব্যবস্থাকে বহাল রাখা।  সার নীতিমালা ২০২৫ সংশোধন করে তৃণমূল পর্যায়ে বর্তমান সার বিতরণ কাঠামো বজায় রাখা। টি.ও. লাইসেন্স দ্রুত প্রদান এবং পূর্ববর্তী মতামত পুনর্বিবেচনা। সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে খুচরা বিক্রেতাদের সম্পৃক্ততা বাড়ানো। সিন্ডিকেট প্রতিরোধে প্রশাসন, কৃষি বিভাগ এবং বিক্রেতাদের সমন্বয়ে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করা।