নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের জুগিয়াতে আবস্থিত আর হক এগ্রো লিমিটেড বরখাস্তকৃত জেনারেল ম্যানেজার মীর সামিউল বশিরকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের কালিশংকরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ১৫ মে কুষ্টিয়া মডেল থানায় সার জালিয়াতি কান্ডে প্রতারক মীর সামিউল এর নামে মামলা করেন সোহেল রুমি খান চৌধুরী। মামলা নং – ৩৩/১৯৬। এজাহার সুত্রে জানা যায় – মীর সামীউল ইসলাম আর হক এগ্রো লিমিটেড কোম্পানির সিল মোহর জাল করে দীর্ঘদিন প্রতারনা করে আসছে। এছাড়া কুষ্টিয়া বিজ্ঞ আদালতে তার নামে কোম্পানির অর্থ আত্মসাৎ এর মামলা চলমান রয়েছে।
