কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার থেকে নিখোঁজ শিশু রিজভী উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার থেকে নিখোঁজ শিশু রিজভী উদ্ধার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৪, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার (বালক) থেকে রিজভী নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ৩ মাস পর উদ্ধার করে গার্ডিয়ান এর নিকট বুঝাইয়া দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে নিখোঁজ  শিশুকে উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এর আগে গত ২ নভেম্বর মাসে রাইহান হোসেন ওরফে রিজভী (১২)। সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়। এরপর ৪ নভেম্বর কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সমাজসেবা কর্তৃপক্ষ।

কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার থেকে সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াসের বিরুদ্ধে শিশুদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। মারধর করার কারণে রিজভী ও নাহিদ নামে দুই শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রধান গেট দিয়ে বের হয়ে যায়। সে সময় এক শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন, ‘এখানে আমাদের খুব মারধর করা হয়। পেটভরে খেতে দেওয়া হয় না। কাউকে কিছু বললে মারার হুমকি দেয়। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, নিখোঁজ কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার (বালক) থেকে রিজভীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।